সভাপতির বাণী

শিক্ষা প্রতিষ্ঠান হছে মানুষ গড়ার আঙ্গিনা। আর এ আঙ্গিনার রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকেন শিক্ষকমন্ডলী। " আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছ" মহানবী (সঃ) এর বাণী এবং " এমন সব বিষয় তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না" মহান আল্লাহর বাণী মোতাবেক একজন কোমলমতি শিক্ষার্থী কিভাবে তার মানবীয় গুনাবলী বিকশিত করে তার মধ্যে নৈতিক ও আদর্শিক একজন মানুষ হিসেবে নিজেকে সমাজে গোলাপ কুঁড়ির মত পাপড়ি মেলে প্রস্ফুটিত করতে পারে তার জন্য শিক্ষকমন্ডলী কঠোর সংগ্রাম ও আপ্রাণ চেষ্টা করে যাছে।

এ লক্ষ্যে নড়াইল জেলার সদর উপজেলাধীন ০৩ নং চন্ডিবরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে সীমানন্দপুর গ্রামে অবস্থিত অত্র ইসলামাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষকমন্ডলীকে এলাকাবাসীর সূধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ সার্বিক সহোযোগিতা করে যাছে। এলাকার কোমলমতি শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাশনসহ এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানাছি।

এ সাথে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রতিষ্ঠান্টির উত্তরোত্তর সাফল্য ও সর্বাংগীন সমৃদ্ধি কামনা করি।

মোঃ আজিজুর রহমান ভুইয়া

সভাপতি