সদস্য সচিব / সুপারের বাণী

দৈহিক ও আত্বিক দিকের সমন্বয়ে গঠিত মানবদেহ। তার পাশবিক ও নৈতিক সত্বার সমন্বয়ে গঠিত অবয়বকে একজন প্রকৃত আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিত্বে বিকশিত করা তখনই সম্ভবপর হবে যখন সে তার ভিতরে সুপ্ত মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করে পাশবিক সত্বাকে পরাজিত করতে পারবে। "দুইটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না -- নৈতিকতা ও দ্বীনের সুষ্ঠু জ্ঞান" মহানবী (সঃ) এর বাণী মোতাবেক একজন নিষ্পাপ শিশু তার ভিতরের সুপ্ত নৈতিকতার সত্বাকে সুন্দরভাবে প্রস্ফুটিত করার জন্য শিক্ষাঙ্গনে প্রবেশ করে। শিক্ষাঙ্গনে প্রবেশের পর আস্তে আস্তে তার ভিতরে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের কাজে তার পথপ্রদর্শক হিসেবে কাজ করেন সন্মানিত শিক্ষকমন্দলী।

শিক্ষার্থীর মৌলিক মানবীয় সত্বা বিকাশের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপকরণগুলো বিদ্যমান থাকা প্রয়োজন। নৈতিকতা বিবর্জিত মানব পশুর চেয়েও নিকৃষ্ট। যেমন মহান আল্লাহ তায়ালা বলেন, "যাদের অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই, কান আছে শ্রবন নাই, চোখ আছে কিন্তু দর্শন নাই, তারা হছে চতুষ্পদ জন্তু, বরং এর চেয়েও নিকৃষ্টতর"।

এ সমস্তদিক বিবেচনায় এলাকার কোমলমতি, কচিকাচা শিশুদের ফুলের মত ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়ে এলাকার পরিবেশ সুবাসিত করার জন্য শুভাকাঙ্খী বদান্যব্যক্তিবর্গ, এলাকার বিদ্যোৎসাহী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীকে সর্বাত্নক সহযোগিতা করে যাছে। 

মহান আল্লাহর কাছে প্রতিষ্ঠানটির পারিপার্শ্বিক পরিবেশ, ক্রমোন্নতি ও সর্বাংগীণ সাফল্য কামনা করি।

মোঃ রুহুল আমিন

সুপার ও সদস্য সচিব